বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


বাংলাদশী শিক্ষার্থীদের জন্য খুলতে পারে দারুল উলুম দেওবন্দের দুয়ার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ আশরাফী
দেওবন্দ থেকে

উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী'র সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী আলেমদের একটি প্রতিনিধি টিম।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মুফতি আবুল কাসেম নোমানী আগামী ২৭, ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরার বৈঠকে বাংলাদেশী ছাত্রদের ভর্তির ব্যাপারে জোর দাবি তুলবেন বলে আশ্বাস দিয়েছেন।

দেওবন্দ সফরে তারা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী এবং দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ও সদরুল মুদাররিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী হাফিজাহুল্লাহ’র সাথেও সাক্ষাৎ করেন।

উলামায়ে কেরামের এই বিশেষ টিমে ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, আকবর কমপ্লেক্স মিরপুরের মহাপরিচালক মুফতি দিলওয়ার হুসাইন, জামেউল উলূম মাদরাসা মিরপুরের মুহতামিম মুফতি আবুল বাশার নোমানী, জামিয়া রহমানিয়ার নাযেমে তালিমাত মাওলানা আশরাফুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ