শনিবার, ০৪ মে ২০২৪ ।। ২১ বৈশাখ ১৪৩১ ।। ২৫ শাওয়াল ১৪৪৫


মাত্র তিন মাসে আফগানিস্তানে নিহত প্রায় ৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে গেলো তিন মাসে বিচ্ছিন্ন হামলায় হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৩ জনে।

গত বৃহস্পতিবার, এ তথ্য প্রকাশ করে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে হামলাগুলো। তাতে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভের তুলনায় সরকার বিরোধী বিদ্বেষ স্পষ্ট।

বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলাগুলোয় প্রাণ হারিয়েছেন ১১শ’ ৭৪ জন। আহত হয়েছেন ৩ হাজারের বেশি।

প্রতিবেদনে আরও জানানো হয়, গেলো বছরের তুলনায় প্রাণহানির অনুপাত ৪২ শতাংশ বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৯ সালের প্রথম সাত মাসে প্রাণহানির সংখ্যা ছিলো কমপক্ষে ৮ হাজার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ