শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মুফতি তাকি উসমানির রচনাসমুদ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক

যাদের বিপুল বিশাল কর্মযজ্ঞের বিপরীতে সময়কে মনে হয় স্থির৷ এক জীবনে যারা অযুত নিযুত জীবনে জ্বালেন অগুণতি আলোর মশাল৷ জীবনের ধরা-বাধা সীমার ভেতরেও যারা অসীমকে ছুঁয়ে দিতে আমৃত্যু তৎপর৷ কিংবা সীমানার ভেতরেই যারা অনন্য এক অসীমকে নির্মাণ করেন পরম যত্নে৷ মুফতি তাকি উসমানি দামাত বারাকাতুহুম তাদের অন্যতম৷

সময়কে যথেচ্ছা ব্যবহার করে ইতিহাসের অনিবার্য অংশ হয়ে যাওয়া জীবন্ত এই কিংবদন্তিকে নতুন করে পরিচয করিয়ে দেওয়ার কিছু নেই৷ ইসলামের প্রায় সকল শাখায় তার রচনার রয়েছে সরব উপস্থিতি। উর্দু-আরবি-ইংরেজিতে সমান পারদর্শি এই মণীষী লিখে চলেছেনে দুহাত ভরে।

তার বিপুল সৃষ্টির সামনে হাঁটু গেড়ে দাঁড়ালে অনুভূত হয় না- চাইতেই কত মহান এক জীবন দিয়েছেন আমাদেরকে মহান রব। অথচ আমরা কত অবহেলায় ধ্বংস করে ফেলছি এই হীরন্ময় সময়। আঙুলের ফাঁক গলে হারিয়ে যাচ্ছে অমল ধবল জীবন!

জাস্টিজ তাকি উসমানির না-কাবিলে বয়ান খিদমাত দেখে আমার যারপরনাই আফসোস হয়েছে, আহা আমার একটা বছর যদি তাঁর একটি দিনের সমান হতো! এই আফসোস থেকেই মূলত তাঁর রচনার লিস্ট করে টাইম লাইনে রেখে দেয়ার আইডিয়াটা মাথায় আসলো।

প্রিয় পাঠক, ইন্সপিরেশন হিসাবে চাইলে আপনিও টাইম লাইম লাইনে রেখে দিতে পারেন লিস্টটি...

উর্দু কিতাবসমূহ
১. আসান তরজমায়ে কুরআন। ২. উলুমুল কুরআন। ৩. দরসে তিরমিজি (তিন খণ্ড)। ৪. তাকরিরে তিরমিজি (দুই খণ্ড)।

৫. ইনআমুল বারি (সাত খণ্ড)। ৬. হুজ্জিয়তে হাদিস। ৭.বাইবেল সে কুরআন তক (তিন খণ্ড)। ৮ .ইবেল কিয়া হে?। ৯ .পনে ঘরৌকো বাঁচাইয়ে। ১০. আহকামে এতেকাফ।

১১. ইসলাম আওর সিয়াসাতে হাজিরা। ১২. ইসলাম আওর সিয়াসি নজরিয়াত। ১৩. ইসলাম আওর জুদ্দত পসন্দি। ১৪. ইসলাম ও জাদিদ মাঈশত ও তিজারত। ১৫. ইসলাহে মাআশিরা।

১৬. ইসলাহি খুতবাত (১৬খণ্ড)। ১৭.ইসলাহি মাজিলিস (সাত খণ্ড)। ১৮. ইসলাহি মাওয়ায়িজ (তিন খণ্ড)। ১৯. আকাবিরে দেওবন্দ কিয়া থে?। ২০. আলবেনিয়া মে ছন্দ রোজ।

২১. আল বালাগ আরিফি সংখ্যা। ২২.উন্দোলুস মে ছন্দ রোজ।২৩. আসান নেকিয়া।২৪. পুরনুর দুআয়ে। ২৫. তাবসিরে। ২৬. তাজকিরে। ২৭.তারাশে। ২৮. তাকলিদ কি শরঈ হাইসিয়ত। ২৯. জাহানে দিদা। ৩০.  হুদুদে আরডিস্ট এক আলমি জায়েজা।

৩১.  হজরত মুআবিয়া আওর তারিখি হাকায়িক। ৩২.  হজুর নে ফরমায়া (মুন্তাখাব হাদিস)। ৩৩.  হাকিমুল উম্মত কি সিয়াসি আফকার। ৩৪. দুনিয়া মেরে আগে। ৩৫. দিনি মাদারিস কা নেসাব ও নেজাম। ৩৬. জিকর ও ফিকির। ৩৭.সুদ পর তারিখি ফায়সালা। ৩৮. জবর ও ওলাদাত। ৩৯. আদালতি ফায়সালে। ৪০. ইসাইয়ত কিয়া থে?

৪১. গাইরে সুদি ব্যংকারি ফিকহি মাসায়িল কি তাহকিক আওর এশকাল কা জায়েজা। ৪২. ফাতওয়ায়ে উসমানি (তিন খণ্ড)। ৪৩. ফারদ কি ইসলাহ। ৪৪. ফিকহি মাকালাত (পাঁচ খণ্ড)। ৪৫. কাদিয়ানি ফিতনা আওর উম্মতে মুসলিমা কা মাওকুফ৪৬. কতল আওর খানা জঙ্গি কে বারে মে রাসুল কি ইরশাদ।

৪৭.মাআসিরে হজরত আরিফি। ৪৮.মুকাদ্দিমায়ে মাআরিফুল কুরআন। ৪৯. মুলকিয়তে জমিন আওন উনকি তাহকিক। ৫০. মাওজুদা পুর আশুব দওর মে উলামা কি জিম্মাদারি।

৫১. মাওজুদা হালাত মে হামারি জিম্মাদারি। ৫২. মেরে ওয়ালিদ মেরে শায়েখ। ৫৩. নশরি তাকরিরে।

৫৪. নিফাজে শরিয়ত আওর উসকি মাসাইল। ৫৫. নুকুশে রফতেগা। ৫৬. নামাজে সুন্নত কে মুতাবেক পড়হে। ৫৭.হামারা মাআশি নেজাম। ৫৮. হামারা তালিমি নেজাম। ৫৯. হামারা আঈলি মাসায়িল।

আরবি কিতাবসমূহ                                                             ১. তাকমিলাতু ফাতহিল মুলহিম (সাত খণ্ড)। ২ . বুহুস ফি কাজায়া ফিকহিল মুআসিরা। ৩. উসুলুল ইফতা ও আদাবুহু। ৪. আহাকমুজ জাবায়েহ। ৫. মা হিয়ান নাসরানিয়াহ। ৬. নাজরাতুন আবিরাতুন হাওলাত তালিমিদ দীনী ফি পাকিস্তান। ৭. ফিকহুল বুয়ু আলা মাজাহিবিল আরবাআ (দুই খণ্ড)। ৮. মাকালাতু উসমানি (দুই খণ্ড)।

ইংরেজি কিতাবসমূহ                                                            ১. দ্যা মেনিং অব দ্যা নভেল কুরআন। ২. এন ইন্ট্রোডাকশন অব ইসলামিক ফাইন্যান্স। ৩. কন্টেমপরারি ফাতওয়া। ৪. ডিসকোর্সেস অন দ্যা ইসলামিক ওয়ে অব লাইফ। ৫. ডো নট ডিসপাইস সিনার্স। ৬. ইসলাম এন্ড মডার্নিজম।

৭.ইসলামিক মন্টস। ৮. লিগাল রুলিংস অব স্লাটারড এনিমালস। ৯. পার্ফোরম সালাত কারেন্টলি। ১০. কাদিয়ানিজম অন ট্রায়াল।

১১. কুরআনিক সাইন্স। ১২. রেডিয়েন্ট প্রেয়ার। ১৩. সেয়িং অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ১৪. স্পিরিচুয়াল ডিসকোর্স। ১৫. দ্যা অথোরিটি অব সুন্নাহ। ১৬.দ্যা হিস্ট্রোরিট জাজমেন্ট অন ইন্টারেস্ট। ১৭. দ্যা লেঙ্গুয়েজ অব দ্যা ফ্রাইডে খুতবাহ।

১৮. দ্যা রুলস অব ইতিকাফ। ১৯. ওয়াট ইজ ক্রিস্টানিটি। ২০. প্রেজেন্ট ফাইনান্সিয়াল ক্রাইসেস...

এছাড়াও রকমারি বিষয়ের ওপর তাঁর অজস্র আর্টিকেল এবং বেশুমার ফাতওয়া রয়েছে। আল্লাহ হজরতের হায়াত ও খিদমাতে বরকত দান করুন, আমিন!

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ