বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ঘূর্ণিঝড় বুলবুল: আট জেলায় ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলে আট জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গেপালগ‌ঞ্জের কোটালীপাড়ার বান্ধাবা‌ড়িতে গাছচাপা পড়ে সেকেন হাওলাদার (৭০) না‌মে এক বৃদ্ধ এবং সদর উপ‌জেলার গোলাবা‌ড়িয়া গ্রা‌মে ম‌তি কেগম (৬৫) ঝ‌ড়ের সময় গাছ চাপা প‌ড়ে নিহত হ‌য়ে‌ছেন। ‌জেলা প্রশাসন তা‌দের মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ ছাড়া গোপালগ‌ঞ্জের বি‌ভিন্ন গ্রা‌মে ঘুর্নিঝড় বুলবু‌লের আঘা‌তে দুই শতা‌ধিক কাঁচা ঘরবা‌ড়ি বিধ্বস্ত হ‌য়ে। কয়েক হাজার গাছপালা ভে‌ঙে যায়।

জেলার মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঘরের উপর গাছচাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কালাপাড়ার পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সুফিয়া বেগম (৬৫) নামে একজন নিহত হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়ের সংবাদে গভীর সমুদ্র থেকে তীরে ফেরার পথে শুক্রবার প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে পড়ে বেলাল (৪০) নামের এক জেলে নিহত হন।

শনিবার দুপুরে কুয়াকাটা ঝাউবাগান এলাকায় সি বিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

খুলনার দীঘলিয়া এবং দাকোপ উপজেলায় গাছ চাপা পড়ে দুজনের নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিহতরা হলেন দীঘলিয়া উপজেলায় সেনহাটির আলমগীর হোসেন (৩২) এবং দাকোপের প্রমীলা মণ্ডল (৫২)।

সকাল ১০টার দিকে দুই উপজেলায় গাছ ভেঙে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান।

শনিবার রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দমকা হাওয়ায় গাছ চাপা পড়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে নাজিরপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান। নিহত ননী শিকারীর বাড়ি নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে।

মাদারীপুর সদর উপজেলায় ঝড়ো হাওয়ায় ঘর চাপা প‌ড়ে সালেহা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফু‌দ্দিন গিয়াস জানান। মৃত সালেহা বেগম সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আজাদ খায়ের স্ত্রী।

বরিশালে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান।

রোববার বেলা ২টার দিকে উজিরপুর পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনায় নিহতের নাম- আশালতা মজুমদার (৬০)।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল ঘরের উপর গাছচাপা পড়ে সামিয়া খাতুন নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। সামিয়া ওই উপজেলার দর্পনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ