শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গিয়েছে। এদিকে সংঘর্ষের কারণে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার নেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনা খবর জানতে কুমিল্লা রেলওয়ে স্টেশনেও উৎসুক জনতা ভীড় করেছেন।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালেও আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে আনা হয়েছে। এর মধ্যে ৭ জন পুরুষ, ৫জন মহিলা ও একজন শিশু। এদের মধ্যে ১০জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ