বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


হুমায়ূন আহমেদ এর ৭১তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ। শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। হুমায়ুন আহমেদ ২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেও রেখে গেছেন অমূল্য সৃষ্টি সম্ভার।

হুমায়ূন আহমেদ ছিলেন বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয় তাকে। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও গীতিকার। আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ তিনি।

বাংলা সাহিত্যে সংলাপ প্রধান নতুন শৈলীর জনক হুমায়ূন আহমেদ। তার সৃষ্ঠ চরিত্র ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে জনপ্রিয়। তিনি তিনশ’র বেশি বই লিখেছেন।

তরুণ সমাজে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সাহিত্যিক আশির দশক থেকে মধ্যবিত্ত জীবনের কথা সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে শিল্প-সাহিত্যে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউয়র্কে মারা যান জনপ্রিয় এই কথাসাহিত্যিক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ