শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পেঁয়াজের অস্বাভাবিক দাম না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেছেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ গ্রহণ করব।

আজ রোববার সকালে পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন চেয়ে এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ কথা বলেন।

এক সপ্তাহের মধ্যে দাম না কমলে রিটটি আদালতে তুলতে আইনজীবীকে পরামর্শও দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ কথা বলেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বলেন, হাইকোর্ট বলেছেন যে তারা এ বিষয়টি নিয়ে সচেতন আছেন। এ অস্বাভাবিকতাটা যদি আরো এক সপ্তাহ থাকে, তাহলে এ বিষয়টা নিয়ে তারা এক সপ্তাহ পরে শুনানি শুনবেন।

এর আগে পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ