শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রাজশাহীতে অবতরণের সময় ফাটলো বিমানের চাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের সময় চাকা ফেটে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেলেন এর ৩৩ যাত্রী।

রোববার সকালে ঢাকা থেকে ৩৩ জন যাত্রী নিয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাউল ইসলাম। তিনি বলেন, সকালে বিমানটি রাজশাহীর উদ্দেশ্যে যায়। সেখান থেকে আবার ৫৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল বিমানটির। কিন্তু চাকা ফেটে যাওয়ায় পরবর্তীতে অন্য একটি বিমান দিয়ে যাত্রীদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল পৌনে ১০টায় রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ বিমানটি। রানওয়েতে অবতরণের সময় হঠাৎ করে পেছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় বিমানটিতে থাকা সবাইকে নিরাপদেই নামিয়ে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-এএ


সম্পর্কিত খবর