শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শিশুর কপালে কালো টিপ দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা সচারচার দেখে থাকি যে, শিশুদের কপালে অনেকেই কালো টিপ দিয়ে থাকেন৷ যারা দেন তাদের ধারণা এতে ‘বদনজর’থেকে বাঁচা যায়৷ এবার আসুন জেনে নিই ইসলাম এব্যাপারে কী বলে?

শিশুর প্রতি বদনজর লাগার বিষয়টি নবীজী সা. থেকে প্রমাণিত আছে৷ আর বাস্তব অভিজ্ঞতার আলোকে এমনটিই দেখা গেছে৷ সুতরাং বদনজর থেকে বাঁচার উপায় হিসেবে শিশুর কপালে কালো টিপ দেয়া বা কাজল লাগিয়ে দেয়াতে কোনো সমস্যা নেই৷

তবে এক্ষেত্রে মনে মনে অবশ্যই এই বিশ্বাস থাকতে হবে যে, বদনজর থেকে প্রকৃত রক্ষাকারী হলেন একমাত্র আল্লাহ তায়ালা৷

সূত্র: ফতোয়া মাহমুদিয়া: ২৮/৩৩২, ফতোয়া শামী: ১০/৪৮২।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ