বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ঘুষ দাবি করা সেই নারী সেরেস্তাদার বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুষ দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার আদালতের সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধের পর গতকাল রোববার আদালত খুললে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) একেএম জাহাঙ্গীর।

জানা গেছে, ঝালকাঠির নলছিটির বাসিন্দা মনির হোসেন সম্প্রতি একটি মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিন আদেশের (বেলবন্ড) নকল কপি তোলার জন্য নিয়ম অনুযায়ী কোর্ট ফি-সহ আবেদন করেন। এরপর সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নকল জামিন আদেশ পাওয়ার জন্য যোগাযোগ করলে সেরেস্তা সহকারী রেখা রানী দাস তার কাছে এক হাজার টাকা দাবি করেন। কিন্তু মনির টাকা দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি তার মোবাইলে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

গত শুক্রবার বিকেলে একটি ওয়েবসাইটে রেখার ঘুষ দাবির ৬ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যক্তি নকল উঠাতে বরিশাল জজ আদালতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী সেরেস্তাদার তার কাছে এক হাজার টাকা দাবি করেন। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি নিয়ম অনুযায়ী টাকা দিয়ে আবেদন করেছি। আপনাকে কেন এক হাজার টাকা দেবো?’

ভিডিওটিতে রেখা রানী দাসকে বলতে দেখা যায়, ‘নকল নেবেন, টাহা দেবেন; কাগজ নেবেন, টাহা দেবেন। টাহা দেবেন না, কাগজ পাবেন না। আপনের লগে কোনো কথা নাই।’

উল্লেখ্য, রেখা গত চারদলীয় জোট সরকারের সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অফিস সহায়ক (পিওন) পদে চাকরিতে যোগ দেন। পরে দুই দফায় পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে প্রসেস সার্ভার ও সেরেস্তা সহকারী হন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ