শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নোয়াখালীতে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক এলাকা চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীয়া।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন মার্কেটে নূর ক্রোকারিজ নামের একটি দোকানের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে রেলওয়ে স্টেশন মার্কেটের নূর ক্রোকারিজ নামের একটি দোকানের পেছনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ছয় মাসে এ মার্কেটে তিন বার এ ধরনের আগুন লাগার ঘটনা ঘটল। তাদের ধারণা নিউ নূর হোটেলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া অধিকাংশ দোকান ছিল ক্রোকারিজ ও বিভিন্ন গুদামঘর। আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানায়, রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে হঠাৎ করে রেললাইনের পূর্ব পাশের ইসলামিয়া মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ