শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সাংবাদিক মনসুর আলীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা ট্রিবিউনের সহ-সম্পাদক সাংবাদিক মনসুর আলীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত সোয়া ১১টার দিকে কাঁঠালপুর উত্তরপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কাঁঠালপুর উত্তরপাড়া গ্রামের শমস উদ্দিনের ছেলে।

নিহতের ছোট ভাই সালেক আহমদ জানান, রোববার রাত ৯টার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছায়। এরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মনসুর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, হার্ট অ্যাটাক থেকে হয়তো তিনি মারা গেছেন। বাহ্যিকভাবে আমরা কিছু পাইনি। শরীরে কোনও আঘাতের চিহ্নও নেই। তবে ভিসেরা রিপোর্টের জন্য তার ফুসফুস, হার্ট ও রক্ত সংগ্রহ করা হয়েছে।

মনসুর আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মনসুর সবার বড় ছিলেন। তার বাবা ও মা বেঁচে আছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ