শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইমরান খানের বিরুদ্ধে তহবিল মামলার শুনানিকে স্বাগত জানিয়েছেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে বৈদেশিক তহবিল মামলার শুনানির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন।

তিনি দাবি করেছেন,  প্রধান নির্বাচন কমিশনার অবসর নেওয়ার আগে বৈদেশিক তহবিল মামলার বিষয়ে সিদ্ধান্ত নিন বা অথবা তার মেয়াদ বাড়ানো উচিত। তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার দাবিও জানান তিনি।

মাওলানা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, তিনি কতটা স্বার্থপর খেলোয়াড়, যখন নিজের উপর কোনো বিষয় আসে পালিয়ে বেড়ায়।মাওলানা ফজলুর রহমান রসিকতা করে বলেন, তিনি একজন খেলোয়াড় আমি কীভাবে তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।কিন্তু যারা জবাবদিহিতাকে ভয় পায়, তারাই পালিয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর