শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে চলমান বিক্ষোভে বৃহস্পতিবার গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এতে ৪ জন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ তিনটি সেতু দখল নিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।

এ সময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান।

পুলিশ জানায়, সিনাক সেতুর কাছে একজন এবং ওই সেতু সংলগ্ন আহরার সেতুর কাছে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন।পুলিশের বিবৃতির পর হাসপাতালে আরও দুই জন মারা যান।

ইরাকের হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মাথায় গুলি ও টিয়ারসেলের আঘাতের ফলে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

এদিকে পুলিশের হামলার পরও বিক্ষোভকারীরা ওই এলাকায় তাদের অবস্থান ধরে রেখেছে।

সেখানকার তিনটি সেতু এখনও বিক্ষোভকারীদের দখলে। ওই এলাকাটিতে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

সরকারের দুর্নীতি বন্ধ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিশেষত বাগদাদে আন্দোলন-বিক্ষোভ চলছে। একে কেন্দ্র করে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ