শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কংগ্রেস নেতাকে রাস্তায় ফেলে পেটালো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেরালায় কংগ্রেস বিধায়ক সফি পরম্বিলসহ কেরল স্টুডেন্ট ইউনিয়নের (কেএসইউ) ছাত্রদের রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবারের এ মারের দৃশ্য সংবাদমাধ্যমসহ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বুধবার উত্তাল হয়ে উঠে কেরালার বিধানসভা।

বহু বিরোধী বিধায়ক মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে রক্তের দাগ লাগা জামা পরে বিধানসভায় আসেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট) অধিবেশনের শুরু থেকেই সোচ্চার হয় পুলিশ-কেএসইউ সংঘর্ষ নিয়ে।

অনেকে ইয়েলে নেমে বিক্ষোভ দেখান। কংগ্রেস বিধায়ক ভিটি বলরাম দাবি করেন, সভার কর্মকাণ্ড স্থগিত রেখে গতকালের ‘পুলিশি নিগ্রহের’ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।

তুমুল হট্টোগোল করতে করতে পাঁচ বিধায়ক স্পিকারের কাছাকাছি চলে এলে, স্পিকার স্থান ছেড়ে বেরিয়ে যান।

জানা গেছে, ওয়ালার ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামে কংগ্রেসের ছাত্র সংগঠন কেএসইউ। মিছিলের পুরোভাগে ছিলেন কংগ্রেস নেতা তথা বিধায়ক সফি পরম্বিল। সেখানেই ধুন্ধুমার বাধে পুলিশের সঙ্গে তাদের।

কেএসইউ-এর অভিযোগ, ২০ জনের বেশি ছাত্রনেতা আহত হন পুলিশের লাঠিচার্জে। সবচেয়ে বেশি আহত হন সফি। ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে বেশ কয়েকজন পুলিশ ঘিরে ধরে বেধড়ক পেটাচ্ছে। সূত্র আনন্দবাজার

-এটি


সম্পর্কিত খবর