শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

এবার 'দিরিলিস আরতুগ্রুল' দেখে ইসলাম গ্রহণ করলেন মেক্সিকান দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উসমানী সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কী সিরিজ দিরিলিস আরতুগ্রুলের প্রতি প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন এক মেক্সিকান দম্পতি। একইসঙ্গে তুর্কী মুসলিমদের জীবনাদর্শও ওই দম্পতির ওপর সমানভাবে প্রভাব সৃষ্টি করে বলে জানিয়েছে আল জাজিরা।

তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় মুসলিম কমিউনিটি আয়োজিত একটি অনুষ্ঠানে মেক্সিকান দম্পতি স্বেচ্ছায় মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন।

তাদের কালিমা পাঠ করান 'দিরিলিস আরতুগ্রুল' এর অন্যতম চরিত্র আব্দুর রহমানের অভিনয় করা জনপ্রিয় অভিনেতা জালাল আল।

খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ওই অনুষ্ঠানে অভিনেতা জালাল আল ‘দিরিলিস আরতুগ্রুল’ ও তুর্কী মুসলিমদের ইসলামি জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন এবং এসময় তার আলোচনা শুনে আবেগ আপ্লূত হয়ে পড়েন ওই মেক্সিকান দম্পতি। অতঃপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেক্সিকান দম্পতি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে মুসলিম হয়ে যান।

ইসলাম গ্রহণ করে উভয়ে খুব প্রশান্তি অনুভব করছেন বলে জানান ওই স্বামী-স্ত্রী। অভিনেতা জালাল আল তাদেরকে পবিত্র কুরআনের ইংরেজি ও স্প্যানিশ ভাষার পৃথক দুটি কপি উপহার দেন।

জালাল আল জানান, তুর্কী জাতি হিসেবে খুব গর্ববোধ করি। আমাদেরকে মানুষ অনুসরণ করে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়।

https://www.facebook.com/958405924366736/videos/883808025350498/?t=2

এর আগে ‘দিরিলিস আরতুগ্রুল’ এর শ্যুটিং সেটেই আমেরিকান এক চিত্র শিল্পী ইসলাম গ্রহণ করেছেন। পর্দায় ফুটিয়ে তোলা উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা আরতুগ্রুলের ঈমান এবং ন্যায়বিচার দেখেই মূলত তিনি ইসলাম গ্রহণ করেন বলে জানান।

ডেইলি সাবাহ আরবি ও আল জাজিরা অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ