শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইন্দোনেশিয়ার জাকার্তায় ধর্মীয় উত্তেজনার বিরুদ্ধে মুসলিমদের র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনার জবাবে সেদেশের হাজার হাজার মুসলমান গতকাল জাকার্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী বের করেছে।

বিক্ষোভের আয়োজক কমিটির সদস্য হিকাল হাসান বলেন এ র‍্যালীর মূল উদ্দেশ্য হলো সম্প্রতি ঘটে যাওয়া ইসলামের বিরুদ্ধে উত্তেজনাকে প্রতিহত করে ইন্দোনেশিয়ার মুসলমানদের মধ্যে ঐক্য গঠন করা।

জাকার্তার পুলিশ মুখপাত্র জানায়, ১২ হাজারের অধিক মুসলমান এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে। তবে আয়োজক কমিটি এই র‍্যালিতে অংশগ্রহণকারীদের সংখ্যা আরও অধিক ঘোষণা করেছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ২০২০ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে সেদেশের একদল রাজনৈতিক ব্যক্তি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে। জাকার্তা পোস্ট।

-এটি


সম্পর্কিত খবর