শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জোড় ইজতেমার মাঠ পরিদর্শনে যশোরের শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে

আগামীকাল বৃহস্পতিবার থেকে যশোরের উপশহরে তিন চিল্লার সাথীদের নিয়ে আঞ্চলিক জোড় ইজতেমা শুরু হচ্ছে। এদিন ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। লক্ষাধিক মানুষের জামায়েতের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।

এদিকে ইজতেমাকে ঘিরে আইনশৃংখলা পরিস্তিতি নিয়ন্ত্রণে রাখতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

আজ সকালে জোড় ইজতেমা ময়দান পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক জনাব শফিউল আরিফ তিনি জোড় ময়দানের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জোড় ইজতেমা মাঠের প্রধান জিম্মাদার যশোর মারকাজের শুরা সদস্য, যশোর জেলা ইমাম পরিষদের অন্যতম অভিভাবক মাওলানা নাসিরুল্লাহ, যশোর জেলা ইমাম পরিষদ ও যশোর কওমী মাদরাসা পরিষদের সভাপতি ও জামিয়া এজাজিয়া রেল ষ্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করীম যশোরী এবং যশোর কওমী মাদরাসা পরিষদের সাধারণ সম্পাদক যশোর দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, শুরা সদস্য  মশিয়ার রহমান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ