শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


লোকসভাতেই নাগরিকত্ব বিলের কপি ছিঁড়লেন ক্ষুব্ধ ওয়াইসি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভায় সোমবার (০৯ ডিসেম্বর) বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তা নিয়ে প্রবল আপত্তি জানান মুসলমান পার্লামেন্ট সদস্যরা। আর এ ক্ষেত্রে বিশেষভাবে বলতে হয় সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নাম।

তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে লোকসভার অধিবেশন চলাকালেই ছিঁড়ে ফেলেন নাগরিকত্ব সংশোধনী বিলের কপি। এই বিলটিকে দেশভাগ করার একটা ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। খবর ‘এনডিটিভি’।

লোকসভায় নিজের বক্তব্যে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এই আইন দেশের সংবিধান পরিপন্থি। এর ফলে দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়ে যাবে। আর মুসলমানরা হারাবে রাষ্ট্র।

তিনি আরও বলেন, এই আইন ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ক্ষমতাসীন বিজেপি সরকার এভাবে মুসলমানদের রাষ্ট্রহীন করতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে।

কথাটি বলেই নিজের হাতে থাকা নাগরিকত্ব সংশোধনী বিলের কপিটি ছিঁড়ে ফেলেন তিনি। ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ