শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সিসি ক্যামেরা বসানো হচ্ছে সুপ্রিমকোর্টের এজলাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। আজকালের মধ্যেই এসব ক্যামেরা বসানো হবে। এজলাস কক্ষে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র জানিয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে।

ওইদিন খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী এ ঘটনা ঘটান। এতে ব্যাহত হয় বিচার কাজ। ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

সূত্র জানায়, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

আরএম/


সম্পর্কিত খবর