শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


বিশ্বের কনিষ্ঠতমকে যে উপদেশ দিলেন সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। এদিকে ফিনল্যান্ডের সানা মারিন হলেন বিশ্বের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। তরুণ এ রাষ্ট্রপ্রধানকে 'বয়স্কদের উপদেশ' শোনার পরামর্শ দিয়েছেন মাহাথির।

৩৪ বছর বয়সী সানার উদ্দেশ্যে ৯৪ বছর বয়সী মাহাথির বলেছেন, আমরা তরুণদের মতাদর্শে বিশ্বাস করি। তবে বয়স্কদের অভিজ্ঞতাও বিবেচনায় নেয়া গুরুত্বপূর্ণ। দুটোর সমন্বয়ে ভালো কিছু হবে।

২৭ বছর বয়সে সিটি কাউন্সিলের প্রধান হওয়ার পরই ফিনিশ রাজনীতিতে রাতারাতি আলোচনায় উঠে আছেন সানা। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত জয়েছেন।

এদিকে গত মে মাসে বিরোধী দল থেকে নির্বাচন করে জেতার পর দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মাহাথির। এর আগে ২২ বছর তিনি ওই পদে বহাল ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ