বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে দগ্ধ ৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন আরো ২৬ জন। আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও তাদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি অবৈধ ছিলো বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে প্রাইম প্যাক প্লাস্টিক নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট শুরু করে আগুন নেভানোর কাজ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে হতাহত হন অনেকেই।

আগুনে ঘটনাস্থলেই জ্বলে অঙ্গার হন এক শ্রমিক। চিকিৎসকরা জানান, দগ্ধদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ