শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাংলাদেশে আসছেন মুফতি রাশেদ আজমী, জেনে নিন সফরসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯ দিনের সফরে বাংলাদেশ আসছেন ভারতের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি রাশেদ আজমী। তিনি দীর্ঘ ২৬ বছর দারুল উলুমে তাফসির ও হাদিস বিভাগে খেদমত করছেন।এছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আগামী ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ৯ দিনের জন্য বাংলাদেশে অবস্থান করবেন তিনি। জামিয়া শারইয়্যাহ মালিবাগের শায়খুল হাদিস মুফতী জাফর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিচে হজরতের সফরসূচি দেওয়া হলো।


১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ও ঢাকা ডেমরা থানা ইমাম ঐক্য পরিষদের ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

২০ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রাম নানুপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (দুপুর), হাটহাজারী মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে নসীহত ও আল্লামা আহমদ শফী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ (বিকাল), ফেনী ধুমসাদ্দা মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলন (রাত) অংশ নেবেন।

২১ ডিসেম্বর (শনিবার)  বি বাড়িয়া ভাদুঘর মাদরাসার ৩৩ সালা দস্তারবন্দী আন্তর্জাতিক মহাসম্মেলন (বাদ মাগরিব), ঢাকা উত্তরা গাওয়াইর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (রাত) অংশ নেবেন।

২২ ডিসেম্বর (রবিবার)  যশোর মাসনা মাদ্রাসায় বার্ষিক ইসলাহী ইজতেমা (দুপুর) ও রাতে ঢাকা যাত্রাবাড়ী মেরাজনগর মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন।

২৩ ডিসেম্বর (সোমবার) কুমিল্লা জেলা ক‌ওমী মাদ্রাসা সংগঠনের আন্তর্জাতিক মহাসম্মেলন ও  নরসিংদী ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) চাঁদপুরে ফুলছোঁয়া, মহামায়া ও হাজীগঞ্জ বড় মসজিদ মাদরাসায় দোয়া মাহফিল ও চাঁদপুর মতলব চাপাতলী মাদ্রাসার ৩৭ তম ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

২৫ ডিসেম্বর (বুধবার) ফরিদাবাদ মাদারাসায় দোয়া, ফরিদাবাদ যুবসমাজের ইসলামী মহাসম্মেলন ( বাদ মাগরিব), হোমনা গোয়ারিভাঙ্গা হাজী নোয়াব মিয়া কমপ্লেক্স মাদরাসার ইসলামী মহাসম্মেলন (বাদ এশা)।

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শত বছর পূর্তি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

২৭ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা আল মাদানী ফাউন্ডেশন এর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন।

এছাড়া দেশের বিভিন্ন মাদরাসায় দোয়া মাহফিল, পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে দেওবন্দের মুহাদ্দিস মুফতি রাশেদ আজমীর।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ