বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ব্যবসায় বরকতের জন্য তাবিজ ব্যবহারে ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: ব্যক্তিগত পেরেশানি বা ব্যবসায় বরকতের জন্য সাধারণত মানুষ তাবিজ ব্যবহার করে। এব্যাপারে শরিয়ত কী বলে? জানিয়ে বাধিত করবেন!

উত্তর: তাবিজ ও আমলে যদি শরিয়ত বিরোধী কোন কিছু থাকে কিংবা তাবিজ ও আমলের উপর যদি কেউ এমন ভরসা করে থাকে যে, এই তাবিজ বা আমলেই তার কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না, তাহলে তা জায়েজ হবে না। কিন্তু যে তাবিজ ও আমল শরিয়ত মোতাবিক হবে এবং তা তাদবির বা ওসিলা হিসাবে গ্রহণ করা হবে, সেগুলো জায়েজ।

ব্যক্তিগত পেরেশানি বা ব্যবসায় বরকতের জন্যে তাবিজ বা আমল নাজায়েজ না-হলেও এগুলো পরিহার করে বরং আল্লাহর নিকট দুআ করাই উত্তম। আল্লাহু আ’লম...

সূত্র: দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ ভারত।

-ওএএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ