বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে ভারত যে ধরনের অভিযোগ করেছে, তা মোটেই সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের দেশে কোনো মাইনরিটি বা সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না।

বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এমন অভিযোগ এনেছে ভারত। শুধু তাই নয়, এ নিয়ে ভারত সংসদে নাগরিকত্ব বিল উত্থাপন করেছে। এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এই তথ্যটি সঠিক নয়। যারা ভারতকে এ তথ্য দিয়েছে, তারা ভুল তথ্য দিয়েছে, সঠিক তথ্য দেননি।

দেশের সংখ্যালঘুদের নেতৃত্ব এ বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভারত সহনশীল একটি রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ একটি দেশ। সেই জায়গা থেকে তারা পিছিয়ে গেলে আরও দুর্বল হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সঠিক না। এ দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করছি।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। প্রতিবেশী দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ছে। এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ