শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


টানা তিনবার জয়ী হলেন টিউলিপ সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের নির্বাচনের ভোটগণনা চলছে। এরই মধ্যে অনেক আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল থেকে দেখা যায়, বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক জয় পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম হ্যাম অ্যান্ড হাই জানায়, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছেন টিউলিপ সিদ্দিক। হাম্পস্টিড অ্যান্ড কিলবুর্ন আসন থেকে লেবার পার্টির হয়ে জয় পেলেন তিনি।

এবারের নির্বাচনে যুক্তরাজ্যের প্রধান দুই দলের হয়ে যারা লড়ছেন, তাদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি বংশোদ্ভূত। এদের মধ্যে আলোচনায় রয়েছেন পাঁচজন।

তারা হলেন- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম ও ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ। তারা পাঁচজনই লড়ছেন বামধারার রাজনৈতিক দল লেবারের প্রার্থী হিসেবে।

এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক এবং রূপা হকের ফলাফল পাওয়া গেছে। তারা দুজনই বিজয়ী হয়েছেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল আসনে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন রূপা।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক ও রূপা হক জয় পেলেও তাদের দল লেবার পার্টি হেরে যাবে বলে পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটির বুথফেরত জরিপ বলছে, ৩৬৮ আসন নিয়ে বড় জয় পাবে কনজারভেটিভ পার্টি, অন্যদিকে লেবার পার্টি পাবে ১৯১ আসন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ