শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দ্রব্যমূল্য না কমালে সরকারের পতন ত্বরান্বিত হবে: ইসলামী যুব আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এভাবে চলতে থাকলে এই সরকারের পতন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, সরকার আজ দুর্নীতিবাজদের অক্টোপাশে নিমজ্জিত। দুর্নীতির মাধ্যমে নৈশভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসার কারণে দুর্নীতির বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ নেয়ার নৈতিক অধিকার হারিয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার পর বাইতুল মুকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, পেঁয়াজ, আদা, চালের দাম দেশের নিম্নমধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত শ্রেণীর ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু সরকার তবুও জণগণের সাথে উপহাস করে বলছে, পেঁয়াজ ছাড়াও নাকি রান্নাবান্না চলে। আসলে এই সরকার এদেশের জনতার সরকার নয়। দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে, যার ভয়াবহ ফলাফল পরে বোঝা যাবে।

ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহা. তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দীন, মুফতি জহিরুল ইসলাম, যুবনেতা শেখ মুহা. নূরুন নাবী, মানসুর আহমদ সাকী, মল্লিক ইশতিয়াক আল আমীন, ঢাকা জেলা সভাপতি বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ