বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জানুয়ারি থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের শতকরা ৬ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে সরকারকে। এরই মধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের মেইল করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।

এছাড়া কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে বা পোস্ট বুস্ট করে, শুধু তখনই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে।

প্রসঙ্গত, বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য মালয়েশিয়ায় বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ফেসবুককে দিতে হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই এই ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ