শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কুমিল্লায় উদযাপিত হবে ধামতী মাদরাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষেবুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামতী দরবারের পীর মাওলানা মুহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে এবং কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা শরীফ মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মাদরাসার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকার মিছবাহুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহজাহান মাদানী, ধামতী মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুল হক, হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. হেফজুর রহমান, খারাতাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ঢাকার মাইলস্টোন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা আবু নোমান, মাওলানা গোলাম কিবরিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৯ ডিসেম্বর, ২০২০ মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা গৌরবগাঁথায় উজ্জ্বল এ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্মৃতিচারণমূলক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উক্ত সভায় বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহিত হয়।

উল্লেখ্য, ১৯২০ সালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী এ দীনি প্রতিষ্ঠান থেকে বহু মেধাবী শিক্ষার্থী দেশের দীনি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত করার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শতবর্ষ পূর্তি উদযাপনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ