শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


নতুন পররাষ্ট্র সচিব হলেন মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন মাসুদ বিন মোমেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন মোমেন।

জানা যায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সদ্য সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডার। এই কূটনীতিক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দুই দেশের সম্পর্ক খুবই জোরদার হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দেন এই কূটনীতিক।

৭ বছর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ অফিস করেন মো. শহীদুল হক। তার স্থলাভিষিক্ত হলেন মাসুদ বিন মোমেন।

-এটি


সম্পর্কিত খবর