শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বিজয়ী হয়ে 'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়ে তুলবো: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজয়ী হয়ে 'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপেক্ষমাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মাওলানা মাসউদ বলেন, নানা দূষণ ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এয়ার ভিজ্যুয়াল- এর পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। দ্য ইকোনমিস্টের তথ্যানুযায়ী, ঢাকা বিশ্বের তৃতীয় নিকৃষ্টতম শহর। অন্যদিকে বিআইডিএসের জরিপ অনুযায়ী, ঢাকার ৭১ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে। এসকল তথ্য ঢাকার ঐতিহ্যকে ম্লান করে দিচ্ছে। আমরা "দূষণমুক্ত স্মার্ট ঢাকা" গড়তে চাই।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের অতিত রেকর্ড সুখকর নয়। দেশে নির্বাচনের নূন্যতম পরিবেশ নেই। তারপরও আমরা জনগণের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা নগরবাসীর ভোটাধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এসময় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন, এ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার, মুফতি নিজামুদ্দীন প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ