শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নিয়ামাহ শপে শিশু-কিশোর ও কুরআনী গল্প প্যাকেজে মূল্যছাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ভাই, তোর খুনিগো বাইর কইরা জবাই দিমু’—এটা নাইন-পড়ুয়া এক কিশোরের স্ট্যাটাস।—প্রথম আলো

গ্যাং-কালচারের খপ্পরে পড়ে খুন-হওয়া ক্লাস নাইনের শিক্ষার্থী আদনানের কথা মনে আছে! তার মৃত্যুর পর এই স্ট্যাটাস দ্যায় তার এক বন্ধু, যে কিনা একটি গ্যাংয়েরই সদস্য।

ঢাকাবাসীর কাছে এই গ্যাং-কালচার ব্যাপারটি আর অজানা নয়। কিন্তু মাত্র শৈশব-পেরোনো এসব কিশোরেরা খুনের মতো অপরাধে কীভাবে জড়িয়ে পড়তে পারছে, তা কি আমরা খতিয়ে দেখছি!

খেয়াল করে দেখবেন, এরকম লোমহর্ষক প্রায় প্রতিটি খবরে কারণ হিশেবে বিশেষজ্ঞরা ‘নৈতিকতার পতন’-এর কথা বলেন। ‘ধর্মীয় অনুশাসন’ না-মানার কথাও বলেন কেউ-কেউ। কিন্তু নৈতিকতার পতন কীভাবে ঠেকানো যাবে বা ধর্মীয় অনুশাসন কীভাবে মানা যাবে, তা নিয়ে আমরা অতটা যত্নবান হচ্ছি!

আসলে নৈতিকতাবোধ বা ধর্মবোধ হুট করে তৈরি হবার ব্যাপার নয়। জীবনের ধারাবাহিক চর্চা ও চর্যার অংশ এগুলো। শৈশব থেকেই উন্নত নীতির সাথে পরিচয় ঘটিয়ে দিতে থাকতে হয়।

সে কল্পে আমরা উন্নত ভাষা, শৈলী ও নন্দনের নির্মাণে নৈতিকতার পাঠে সজ্জিত করেছি ‘শিশু-কিশোর ও কুরআনী গল্প প্যাকেজ'।

আপনার শিশু ও কিশোর-কিশোরীর হাতে তুলে দিন প্যাকেজটি। কুরআনের নৈতিকতার রোদে তাদের উঠোন ভরে উঠুক...

প্রতিটি বইই চাররঙা অঙ্কন, ইলাস্ট্রেশন ডিজাইন ও আর্ট পেপারে ছাপা

প্যাকেজে থাকছে—
• দাদু, একটা গল্প বলো—ইয়াহইয়া ইউসুফ নদভী
• তোমরা সবাই রাজা—মুহাম্মদ যাইনুল আবিদীন
• কুরআনী গল্পগুচ্ছ—মাজিদা রিফা

বিক্রয়মূল্য—৭৫০৳

সারাদেশে ডেলিভারি চার্জ ফ্রি

অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন— https://bit.ly/36GnIIZ

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ