শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১৯, আহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের উত্তরাঞ্চলে পার্বত্য সড়ক থেকে একটি বাস উল্টে নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, বৃহস্পতিবার ভোরে রাজধানী তেহরান থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। বাসটি তেহরান ও তুর্কিমেনিস্তান সংলগ্ন গুনবাদ-ই-কাভাউসের মধ্যে চলাচল করতো।

দেশটির সরকারি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, বাসের ব্রেক ফেল হলে দুর্ঘটনাটি ঘটে। ভুক্তভোগীদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং ছয় বছরের কম চারজন শিশু রয়েছেন।

এর আগে নভেম্বর মাসে, দক্ষিণ-পূর্ব ইরানে দুটি ভ্যান সংঘর্ষে ২৮ জন আফগান মারা গিয়েছিল।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে অনিরাপদ সড়ক ব্যবস্থাপনার দেশগুলোর মধ্যে ইরান একটি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসেবে বছরে প্রায় ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এই দেশে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ