বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশে একটি ডাবলডেকার স্লিপিং বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে দিল্লি-কানপুর হাইওয়েতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, সংঘর্ষের পরপরই ওই বাস ও ট্রাকটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ট্রাকটিতে কোনো দাহ্য পদার্থ ছিল।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২১ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রত্যেককে দুই লাখ এবং আহতদের ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনডিটিভি জানায়, এই দুর্ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দিতে টুইট করে জানান, শনিবার সকালে এই মর্মান্তিক খবর পেয়ে তিনি শোকস্তব্ধ। মৃত যাত্রীদের আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি, তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

-এএ


সম্পর্কিত খবর