মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

‘ঢাকাকে দূর্নীতি-দূষণমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেছেন, ঢাকার ঐতিহ্য বিলীনের পথে। মসজিদের নগরী এখন পাপের নগরীতে পরিণত হয়েছে। খানা খন্দকে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে সিটি নির্বাচনে প্রচারণার তৃতীয় দিন এসব কথা বলেন তিনি।

পথসভাগুলোতে তিনি বলেন, হাতপাখার বিজয় হলে মানুষের দুর্ভোগ লাঘব করে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করা হবে। ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাসের অযোগ্য শহর। দূর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

সন্ত্রাস, দুর্নীতি ও জনদুর্ভোগ লাঘব করে স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিটি নির্বাচনে প্রচারণার তৃতীয় দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান নিউ মার্কেট থানার নিউ মার্কেট, নীলক্ষেত বাবুপুরা মার্কেট, আজিমপুর, বিডিআর এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নিউমার্কেট ও ধানমন্ডি থানার নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ