বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

উস্কানীমূলক বক্তব্য দেয়ায় নুরে বাংলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতকানিয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হাটহাজারী মাদরাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীসহ আলেম উলামাদের নিয়ে প্রকাশ্যে কটূক্তি করায় মাহবুবুল হক আল কাদেরী ওরফে নুরে বাংলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গতকাল বুধবার সাতকানিয়া উপজেলার বিভিন্ন জায়গায় হেফাজতের ইসলাম বাংলাদেশ সাতকানিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলার কেরানীহাট হক টাওয়ার চত্ত্বরে বেলা ১১ ঘটিকায় ১ম মানববন্ধন কর্মসূচী পালন করে যৌথ ভাবে মিছিল অনুষ্ঠিত হয়ে সাতকানিয়া থানা চত্ত্বরে মিলিত হয়। থানা চত্ত্বরে দুপুর ১ টায় ২য় মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে বেলা ২ ঘটিকায় হাজারো মুসল্লীসহ হেফাজত নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শীতের দিনে গ্রামগঞ্জ মাঠ-ময়দানে ওয়াজ মাহফিল দীর্ঘকাল ধরে চলে আসছে। ওয়াজ মাহফিলে মূলত সৎ পথের আহ্বান ও অসৎ পথ থেকে মুক্তির রাহবার হিসেবে আলেম উলামা মাহফিলে আলোচনা করেন। তবে এক শ্রেনির মানুষ আলেম পরিচয়ে মুসলিম উম্মাহর মাঝে বিভাজন তৈরি করতে উঠে পড়ে লেগেছে। তাই মাহবুবুর রহমাস কাদেরী ওরফে নুরে বাংলা, আবুল কালাম বয়ানী, মাওলানা আবুল কাশেম নুরীসহ কথিত বক্তারা ওয়াজ মাহফিলের মতো মহতি দীনি সভা সমাবেশে খ্যাতিমান আলেম উলামাদের বিরুদ্ধে অপবাদ কুৎসা রটিয়ে কুরুচিপূর্ণ ভাষায় ও উষ্কানীমূলক বক্তব্য প্রদান করে আসছে।

উষ্কানীমূলক বক্তব্যের কারনে মুসলমানদের মধ্যে বিবাজন ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এতে মুসলমানদের মধ্যে দলাদলি ও হিংসাত্বক মনোভাব সৃষ্টি সহ সংঘর্ষে জড়িত হওয়ার আশঙ্কা। কথিত বক্তাদের কুরুচিপূর্ণ আলোচকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলকশাস্তি দাবি করছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল মুবিনের সভাপতিত্ব করেন।

মাওলানা শোয়াইব চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে কর্মসূচীতে বক্তৃতা করেছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রিয় আমীর অধ্যক্ষ মাওলানা ছরওয়ার কামাল আজিজী, মাওলানা মঈন উদ্দীন রুহি, মাওলানা নোমান উদ্দিন, মাওলানা আবুল হাসান, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা আবদুল নুর, মাওলানা নুরুল আবছার, মাওলানা হাবিবুর রহমান কাশেমী, ওসমান কাশেমী ও মাওলানা এনামুল হক প্রমুখ।

প্রসঙ্গত, মাহবুবুল হক আল কাদেরী ওরফে নুরে বাংলা নামক এক কথিত বক্তা সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিলে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীসহ আলেম ওলামার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করলে সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুবিনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মামলায় সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ