বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


বেতনভাতার দাবিতে শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শ্যামলীতে বেতনভাতার দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ব্যস্ততম ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

আজ বৃহস্পতিবার সকাল নয়টায় তারা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী, কলেজগেট থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কগুলোতেও। এই সড়কে বেশকয়েকটি বিশেষায়িত হাসপাতাল থাকায় রোগীরাও পড়েছেন চরম ভোগান্তীতে। দুপুর ১২টা পর্যন্তও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি প্রশাসন।

আদাবর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে প্রায় ৭/৮’শ শ্রমিক অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। দুই পাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। আমরা রাস্তায় আছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ