শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইরান হামলায় মানসিক বিপর্যয়ে মার্কিন সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ১১ সেনাসদস্য। মার্কিন সেনা কর্মকর্তার বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, ৮ জানুয়ারির হামলায় কেউ নিহত না হলেও ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে থাকা কিছু সদস্য ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে । সুস্থ হলে তাদের আবার ইরাকে নিয়ে আসা হবে।

সতর্কতার কারণে কিছু সদস্যকে জার্মানি এবং কুয়েতে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান মার্কিন সেনা কর্মকর্তা বিল আরবান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ