বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সামরিক হেলিকপ্টারের সাহায্যে এই হামলা চালানো হয়।

এপির বরাতে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলের দিকে বিস্ফোরক বেলুন ছোড়া হয়। এর প্রতিবাদে ওইদিনই হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলা সম্পর্কে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিছুক্ষণ আগে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো এমন একটি অবকাঠামোয় সামরিক হেলিকপ্টারের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তাতে আরও বলা হয়, ইসরায়েলের দিকে বিস্ফোরক বেলুন ছোড়ার প্রতিবাদে হামলা চালানো হয়েছে। এসব বেলুন প্রায়ই বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে থাকে। বৃহস্পতিবার বিস্ফোরক বেলুন ছোড়ার পর ইসরায়েল সীমান্তে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়। এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ