শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বাসচাপায় প্রাণ হারালেন মামা-ভাগনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসানাত খান: রাজধানীর কদমতলী থানার, দক্ষিণ মাতুয়াইল, সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মামা-ভাগনে।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৪০) এবং তার ভাগনে সালাউদ্দিন (২০)।

দুর্ঘটনায় সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, সাদ্দাম মার্কেটের ঢাকা-চিটাগাং বিশ্বরোড পার হচ্ছিলেন মামা-ভাগনে। এ সময় ‘অনাবিল পরিবহনের’ একটি বাস ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হোন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা বেগম জানান, দুই সন্তান নিয়ে তারা সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন আনোয়ার। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ মাতুয়াইল, সাদ্দাম মার্কেটের তুষারধারা আবাসিক এলাকার সাধারণ জনগণ বহু বছর ধরে একটি ফুট ওভার ব্রিজের জোর দাবি করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না।

তুষারধারা আবাসিক এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং সমিতির সদস্য মুহাম্মাদ আবুল হাসানাত খান বলেন, মিটিংয়ে ফুট ওভার ব্রিজ নিয়ে প্রায়ই কথা ওঠে আমাদের। কত বছর কেটে গেল, কিন্তু ব্রিজ হওয়ার নামগন্ধটুকুও নেই। এদিকে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। বাস্তবিকই যদি ব্রিজ হতো, তাহলে এত দিন লাগার কথা নয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ