বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


নির্বাচনের তারিখ নিয়ে জটিলতায় জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে। সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে গেছেন সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম।

যাওয়ার সময় নির্বাচনের তারিখ পরিবর্তন বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিবে। আদালত যদি বলে তাহলে তো আমাদের ভোট পেছাতেই হবে। দুই সিটির রিটার্নিং কর্মকর্তাও বৈঠকে থাকবেন বলে জানা গেছে।

উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, হঠাৎ করেই কমিশন জরুরি বৈঠকে বসছে।

উল্লেখ্য, সরস্বতি পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তার আপিলের শুনানিও রয়েছে রোববার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ