শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ঝুঁকির মুখে লিবিয়ার হাজার হাজার শিশুরা: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে সৃষ্ট সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে সেখানকার শিশুরা ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) হেনরিটা জানান, ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কয়েক হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

লিবিয়ার অনেক শিশুকে জোরপূর্বক যুদ্ধে জড়ানো হচ্ছে অভিযোগ করে হেনরিটা জানান, সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯০ হাজার শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন বন্দী শিবিরে আছে তাদের অবস্থা বেশি করুণ।

নাগরিক, শিশু ও স্বাস্থ্য সেবা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণকে মানবিক প্রচেষ্টা ক্ষুণ্ন করার অপচেষ্টা উল্লেখ করে বিষয়গুলোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন নরিটা ফোর।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ