শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘ইসলামের সঠিক মতাদর্শ প্রচার-প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে কওমি মাদরাসাগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জুবাইর
টেকনাফ থেকে>

টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়া ও এতিমখানা (টেকনাফ বড় মাদরাসা)-এর দুই দিনব্যাপী ৭৬ তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। ১৯, ২০ জানুয়ারি (রোববার ও সোমবার) মাদরাসা সংলগ্ন পৌর ঈদগাহ ময়দানে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

এতে বয়ান করেন- চট্টগ্রাম জিরি ইসলামিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহা. তৈয়ব, ফকিহে মিল্লাত হজরত মুফতি সাহেব হুজুর রাহ. এর ছাহেবজাদা মুফতি আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, মাওলানা ওবাইদ উল্লাহ হামজাহ, পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, ঢাকার মাওলানা মেরাজুল হক, মাওলানা হেদায়ত উল্লাহ আজাদী, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি সাঈদুল ইসলাম, মুফতি ওসমান গণি, কারী ফরিদুল আলন প্রমুখ।

বার্ষিক সভায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে শান্তির র্ধম। ইসলাম সারা বিশ্বে শান্তির বার্তা পৌছায়। এখানে বিশৃঙ্খলা কোন স্থান নেই। যারা ইসলামের নামে আজ বিশ্বে অরাজকতা সৃষ্টি করছে তারা ইসলামের চরম শত্রু। যারা প্রকৃত মুসলিম তারা কখনো অশান্তি হানাহানিতে লিপ্ত হতে পারে না। তারা ভ্রান্ত মতধারায় পথভ্রষ্ট।

বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক মতাদর্শ প্রচার প্রসারে বিশ্ব ব্যাপী কওমী মাদরাসা সমূহ ব্যাপক ভুমিকা রাখছে। এসব প্রতিষ্ঠান থেকে ইসলামের সঠিক জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হয়। তাই সর্বস্তরের মুসলিম জনতাকে এসব প্রতিষ্ঠান গুলোকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে। তাহলে এদেশে মানুষ ইসলামের সঠিক মতাদর্শে অনুপ্রাণিত হয়ে নৈকট্য হাসিল করতে পারবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সমাজে নিত্য পর্দা লংঘন হচ্ছে। কোনভাবেই ইসলামি শরীয়তে পর্দা না করার সুযোগ নেই। মাদক ইসলামী শরীয়তে সম্পূর্ন নিষিদ্ধ। কিন্তু মাদকের কারনে আজ সমাজ কলুষিত হয়েছে। মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামের সম্পূর্ন বিধিবিধান মেনে চলতে হবে। এছাড়া কোন ভাবেই দেশ ও সমাজকে মাদক মুক্ত করা সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়ত উল্লাহ শফিক বলেন, এসব মাদরাসা পরিচালিত হয় এ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগীতায়। আপনাদের এ সহযোগীতা আগামীতেও অব্যাহত রাখবেন আশা রাখি। তাহলে ইসলামী শিক্ষা বিস্তারে সহায়ক হবে। এতে আপনাররা উভয় জগতে নৈকিট্য হাসিল নিশ্চিত হবে।

সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে হাজার হাজার মুসলিম জনতার উপস্থিতিতে আখেরী মোনাজাতের মাধ্যমে বার্ষিক সভা সমাপ্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ