শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নাগরিকত্ব আইন নিয়ে মমতার সঙ্গে বিতর্কে বসতে চান অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবলিক ফোরামে বিতর্কে বসার চ্যালেঞ্জ করেছে কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

একইসঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে আবারও কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ৷ ফের সাফ জানালেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পিছু হঠবে না সরকার। যারা প্রতিবাদ করছেন, তারা তা চালিয়ে যেতে পারেন।’ নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷

নাগরিকত্ব আইন নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আলোচনার বার্তা অমিত শাহের৷ শুধু মমতা বন্দ্যোপাধ্যাযই নন৷ সিএএ বিরোধিতায় সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বসপানেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও আলোচনায় রাজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই কেন্দ্র বিরোধিতায় সুর চড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিলের দাবিতে পথে নেমে আন্দোলন করছেন তৃণমূল সুপ্রিমো৷ সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র-বিরোধিতার জন্য তাঁর বিরুদ্ধেও তোপ দাগছেন একের পর বিজেপির নেতা-মন্ত্রী৷

আর এবার সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবলিক ফোরামে আলোচনায বসার ডাক দিলেন অমিত শাহ৷ শুধু মমতাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী একই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বসপা সুপ্রিমো মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে।

পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সংশোধিত নাগরকিত্ব আইন নিয়ে যতই কেন্দ্র বিরোধিতায় সুর চড়ুক, কেন্দ্র নাগরিকত্ব আইন বাস্তবায়ন করা থেকে পিছু হঠবে না।

আজ মঙ্গলবার লখনউয়ের একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘নাগরিকত্ব আইন নিয়ে পিছু হঠবে না কেন্দ্রীয় সরকার। যারা প্রতিবাদ করছেন, তাঁরা তাঁদের প্রতিবাদ চালিয়ে যেতে পারেন।’ নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

এনপিআর নিয়েও একইভাবে কেন্দ্র বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই পথে হেঁটে কেন্দ্রের বিরুদ্ধে এনপিআর নিয়ে সুর চড়িয়েছে বামশাসিত কেরলও৷

এনপিআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছিলেন অমিত শাহ৷ একইসঙ্গে অবিলম্বে এনপিআর চালুর জন্যও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ