বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে কলকাতায় ৩ দিন গণ অবস্থানের ডাক জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) কে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে কলকাতায় তিন দিনের গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।

সোমবার (২০ জানুয়ারি) জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রেডিও তেহরানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কর্মসূচির কথা জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ২৩ থেকে ২৫ জানুয়ারি কলকাতার রামলীলা ময়দানে আমরা গণঅবস্থান করব। প্রথমদিন মিছিল নিয়ে সেখানে অবস্থান নেয়া হবে। কলকাতার রাজাবাজার চৌরাস্তা থেকে কয়েক হাজার মানুষের মিছিল হবে। প্রতিবাদ মিছিলটি শিয়ালদহ, মৌলালী হয়ে রামলীলা ময়দানে পৌঁছাবে।

তিন দিনের গণঅবস্থানে আইনজীবী, বুদ্ধিজীবিসহ সর্বস্তরের সব ধর্মের, বর্ণের ভারতবাসী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজ্য জমিয়ত সভাপতি।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সংখ্যালঘুদের পাশাপাশি সংখ্যাগুরু মানুষজন গোটা ভারতে প্রতিবাদ করছেন। সংখ্যালঘুরা একা প্রতিবাদ করলে দাঙ্গা বেধে যাবে। সংখ্যাগুরুরা সঙ্গ দিয়েছেন বলেই গণপ্রতিবাদ সম্ভব হচ্ছে।

এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যে আগ্রাসী পরিবেশ তৈরি করেছেন গণতান্ত্রিক দেশে তা মেনে নেয়া যায় না। এর প্রতিবাদে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি তিনদিন ধরে কলকাতার এন্টালির রামলীলা ময়দানে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

রাজ্য জমিয়তের ওই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলেও মুফতি আব্দুস সালাম জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ