শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


৪ ঘন্টা পর ময়মনসিংহ-চট্রগাম রুটের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি লোকাল ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের ফলে ৪ ঘন্টা পর রাত ৮ টা ১৫ মিনিটে ময়মনসিংহ-চট্রগ্রাম-কিশোরগঞ্জ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, শম্ভুগঞ্জের জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন সোমবার বিকেল ৪ টার দিকে শম্ভুগঞ্জ রেলস্টেশনে লাইনচ্যুত হয়।

গৌরীপুর রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মহিদুর রহমান জানান, রাত ৮টা ১৫ মিনিটে শম্ভুগঞ্জে রেলপথ স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

গত কয়েকদিনে এ রোডেই ৪টি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে, ফলে ট্রেনে চলাচলরত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেনো এভাবে প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটছে। রেলওয়ে কতৃপক্ষকে তা খাতিয়ে দেখার অনুরোধ করেছেন সাধারণ যাত্রীরা।

এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় গৌরীপুর রেলওয়ে জংশনে আটকে থাকা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ৮টা ১৭ মিনিটে, ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ৮টা ৩২ মিনিটে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈসাখাঁ এক্সপ্রেস রাত ৯টায় ছেড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ