বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

আজান নিষিদ্ধ করে ইসলামকে ঠেকানো যাবে না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভারতের উত্তর প্রদেশে আদালতের তথাকথিত আদেশের মাধ্যমে মোদি সরকার আজান নিষিদ্ধ করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে কল্যানের পথে আহ্বান জানানো হয়। এটা যারা বন্ধ করতে চায় তারা মানবতার দুশমন।

আজ বৃহস্পতিবার খেলাফত মজলিসের জরুরী নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্প্রতি উত্তর প্রদেশের ছাত্র-ছাত্রীদের রিপোর্টে উঠে আসা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আজান নিষিদ্ধ করে, গনহত্যা চালিয়ে ইসলামের বিকাশকে ঠেকানো যাবে না’।

মাওলানা ইসহাক তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে পৈশাচিক কায়দায় ছাত্র নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুক্তিযোদ্ধা ফায়েজুল ইসলাম, নূর হেসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ