শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বাদ জুমা জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি এখলাছুর রহমান রিয়াদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হুসাইন কাসেমী।

কেন্দ্রীয় সেক্রেটারি হুজায়ফা ইবনে ওমর ও সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানিকের যৌথ পরিচালনায় আলোচনা সভার বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী,প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুর হুসাইন কাসেমী বলেন, যোগ্য নেতৃত্ব তৈরীতে যোগ্য ব্যক্তির বিকল্প নাই। অধ্যায়ন ও অধ্যাবসা ব্যতিত যোগ্য ব্যক্তি গঠন সম্ভব নয়। এজন্য ছাত্র জমিয়তের মূল শ্লোগান ই হচ্ছে ব্যক্তিগঠন। অতএব ছাত্র জমিয়তের কর্মীদের মূল কাজ হচ্ছে অধ্যবসায় ও অনুশীলন। ব্যাপক এলমি যোগ্যতার অর্জনের মাধ্যমে নিজেকে আগে যোগ্য করে তোলতে হবে তাহলেই আগামীতে সমৃদ্ধ দেশ ও উন্নত জাতি গঠন সম্ভব।

তিনি ছাত্র সমাজের সকলকে ব্যক্তিগঠনে সংগ্রামে আত্মনিয়গের উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ১৯৭১সালের পর থেকে বাংলাদেশের মানুষ সুস্থধারার ছাত্র রাজনীতি দেখেনি। যখন যে সরকার ক্ষমতায় এসেছিল সে সরকার তাদের নিজস্ব ক্যডার বাহিনী ও বিগড়ে যাওয়া একদল ছাত্রদেরকে দিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।
এদের জন্য দেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি গড়ে উঠেনি।

অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক বশিরুল হাসান খাদেমানী, ঢাকা মহানগর জমিয়তের প্রচার সম্পাদক ইমরানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশর সাবেক সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা মাহবুবুল আলম,যুব জমিয়ত বাংলাদের সহ-সভাপতি হাফেজ বোরহান উদ্দিন।

ছাত্র জমিয়ত বাংলাদের সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা,সহ সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক রেদওয়ান মাজহারী, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমাদ, দপ্তর সম্পাদক কাউছার আহমাদ,ঢাকা মহানগর সেক্রেটারি বদরুল হাসান মাশকুর, সহ-সাধারন সম্পাদক,রাকিবুল ইসলাম।
আবু সুফিয়ান মানসুর প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ