শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসির সিস্টেম ম্যানেজার মুহা. আশরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা বৃদ্ধির জন্য ভোটের আগের দিন, ভোটের দিন ও পরের দিনসহ মোট তিনদিন সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। তবে ভোটের দিন গোপন কক্ষে কোনো সিসি ক্যামেরা থাকবে না।

এ জন্য ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে থাকা সিসি ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এ বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যেই উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা থাকায় ভোটগ্রহণ পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ