বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


যাত্রাবাড়ীতে আ. লীগের ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ওই এলাকার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের আশপাশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গণমাধ্যম কর্মীরা জানান, ওই এলাকার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী এ কে ফজলুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হন।

ফজলুল হকের সমর্থকদের অভিযোগ, তাদের ভোটকেন্দ্রের আশপাশে থাকতে দেওয়া হচ্ছে না, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ নিয়ে কথা-কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। তবে ভোটগ্রহণ শুরু হলেও এই এলাকায় পরিস্থিতি এখনো থমথমে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ